ফরিদপুরের মধুখালীতে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ রেলগেট থেকে একটি র্যালী বের করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। পরে রেলগেট আ.লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকুসহ উপজেলা নেতৃবৃন্দ।
বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু মুর্যালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অধিদপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, বীরমুক্তিযোদ্ধা প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের প্রধানগণ। এ ছাড়া উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়।