ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। দিবসটি উপলক্ষে সকালে ইনস্টিটিউট ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখসহ বিভিন্ন সংগঠণ।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষসহ ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বেলা ১২টায় ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভায়, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এস এম ইসাহাক, মো: শাহ্ সেকেন্দার, মুজিবুর রহমান, মো: রেজাউল করিম, মো: আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কনও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।