চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ১৭মার্চ থেকে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় কাসেম মাহাবুর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম,পৌর মেয়র মাহাববুল আলম খোকা ,ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,সহকারি কমিশনার ভূমি গালিব চৌধুরীসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবর্গ উপস্থিত ছিলেন। সাত দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী মেলায় এলাকার উন্নয়নমূলক চিত্র তুলে ধরে ৪০টি স্টল অংশগ্রহণ করেনে।