ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে
শহরের জেল রোড়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, শ্রদ্ধ্যার্ঘ অর্পন করেন
জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে কেক কাটা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফেনী দুই আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, সিভিল সার্জন রফিউছ সালিহিন,পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী
এছাড়া সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে আনন্দ র্যালি, শিশু সমাবেশ, শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, মিষ্টান্ন বিতরণ, আলোকসজ্জা, চিত্রাংকন-রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, উন্নতমানের খাবার পরিবেশন-সহ নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালির ১০২ তম জন্মদিন পালিত হচ্ছে