ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিমের সভাপতিত্বে আলোচানা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্পসহ সরকারি অন্যান্য কর্মকর্তাগণ।