আদালত অবমাননা করার দায়ে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রতœা পারভিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে আটক করে পুলিশ। আটক রতœা পারভীন ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক চিত্তরঞ্জন বলেন,একটি মামলায় আদালতের আদেশ কে অমান্য করে উপস্থিত না হওয়ায় ওই মহিলা ইউপি সদস্য রতœা পারভিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেছে। এজন্য তাকে থানা পুলিশ আটক করেছে।তবে সেই মামলার বিস্তারিত তিনি জানাতে পাড়েন নি।
এদিকে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,আমার পরিষদের মহিলা ইউপি সদস্য রতœা পারভিন কে পুলিশ আটক করেছে বলে শুনেছি।তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা সম্পর্কে আমি অবগত নই।
গঙ্গাচড়ায় ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : রংপুরে গংগাচড়ায় ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ হল রুমের উদ্বোধন করেন বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঁঙ্গা এমপি।
উদ্বোধন কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম,উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, প্রকৌশলী মজিদুল ইসলামসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার তত্বাবধানে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ হলরুমটি নির্মাণ হয়।