পিরোজপুরে দারুল কুরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় বুধবার (১৬ মার্চ) দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় দারুল কুরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল কুরআন কমপ্লেক্স এর চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আমির হোসেন। এ সময় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টি ক্যাটাগরিতে ১২২ জন শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার দেয়া হয়।