বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুরে উদ্যমী নারী এসএমই মেলা,২০২২ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ বেলা বারোটায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে এ সেমিনারের আয়োজন করে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি।চাঁদপুর পৌরসভার মেয়রের সার্বিক সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপ্রধানে মুলপ্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রফিউদ্দীন আহমেদ। মুল প্রবন্ধের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় রাষ্ট্রপতি কর্তৃক এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক মিজান উপসম্পাদক দৈনিক আমাদের সময়), চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন,শিল্প চূড়া ও মাদকমুক্ত চাঁদপুর গড়ি সভাপতি মাহবুবুর রহমান সেলিম। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ফজিলতুন্নেসা আবু আপা, শারমিন আক্তার জুঁই ও নাজমা আলম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সহ সভাপতি পাপড়ি বর্মন। অনুষ্ঠান উপস্থাপনা করেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সদস্য কবিতা সাহা।
চাঁদপুর আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের পরিবেশনায় উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভুমিকার উপর প্রামান্য চিত্র তুলে ধরা হয়। এসএমই উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিল সেমিনার। উইমেন চেম্বার সদস্যবৃন্দ, উদ্যমী নারী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীদেরকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নারী বান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তাই দেশের নারী-উদ্যোক্তাদের করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নিতে আবারও ঘুরে দাঁড়াতে উদ্যমী নারীরা
সহায়ক হিসেবে কাজ করবে।
তিনি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী একজন নারী,
তিনি সর্বদা নারীদের নিয়ে ভাবেন নারীর ক্ষমতায়নের চিন্তা করেন। এইজন্য তিনি নারীর ক্ষমতায়নে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি বর্তমান সরকার বাজেটের ৩৩ % নারীর ক্ষমতায়নে ব্যয় করে।যার ফলে আজকে নারীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে।আজকে পৃথিবীর ১৬৩টি দেশের মধ্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দঃ এশিয়ার দেশগুলোর মধ্য শীর্ষে অবস্থান করছে। এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে।
জাতীয় ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক চটুতকার শ্লোগান আর মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। করোনাকালীন এবং চলমান যুদ্ধের কারণে প্রতি ব্যারেল ডিজেল পেট্রোলের দাম ৪৩ ডলার থেকে আন্তর্জাতিক বাজারে বেড়ে ১২০ ডলার হয়েছে।আমাদানি মূল্যস্ফীতিতে আমাদের এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারে কিছু করার নেই। তবে সরকারের যেটা করার দরকার বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দিয়েছে।
শেখ হাসিনার সরকারের উপর আস্থা রাখুন। আল্লাহর আশীর্বাদে৪১ সালের মধ্যে সোনার বাংলা আমরা পাব।
তিনি চাঁদপুরের উন্নয়ন বিষয়ে বলতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরাসরি আমরা কিছু করতে পারি না। প্রকল্পের সুনির্দিষ্ট প্রস্তাব আসতে হবে। চাঁদপুর পৌর এলাকায় দ্রুত পরিবর্তন উন্নয়ন হওয়া দরকার। সুন্দর শহর নদীকেন্দ্রিক ব্যবসা কেন্দ্র, প্রধান নদী বন্দর। এত সুন্দর সংযোগ রাস্তাঘাট- নদী ও রেলপথের। এই শহরটি আরো আধুনিক কেন উন্নতি হবে না। আমরা দুইজন মন্ত্রী আছি, আমি এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। উন্নয়নের ক্ষেত্রে কোন কম্প্রমাইজ নাই। আমার কোন দল নাই, গ্রুপিং নাই। আমি চাই এলাকার উন্নয়ন মানুষের উন্নতি এবং প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হোক। প্রকল্প তৈরি করে পৌরসভাকে এগিয়ে আসতে হবে। আমার যতটুকু সাধ্য পুরো আন্তরিকতায় মনেপ্রাণে সেটাই চাই প্রকল্প দ্রুত পাস করা হবে।