সুদক্ষ ও সমৃদ্ধ জাঁতি গঠনে শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে উদ্ভুদ্ধকরণের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, পূঁজি যোগান এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কর্মসূচীর আওতায় মঙ্গলবার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ দিনের "বেকারী ও কনফেকশনারি" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন যুব উন্নয়ন অধিদপ্তর। হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সার্বিক তত্বাবধানে কলেজের ৩০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছে। কলেজের আইসিটি মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুনেরর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাছান, অধ্যাপক মোঃ নাছির উল্লাহ, প্রশিক্ষক কোহিনূর খানম, প্রশিক্ষনার্থী সাদিয়া আরেফিন শরীফ প্রমূখ। উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তর, হাটহাজারী উপজেলা, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ এবং লেঃ জেনারেল এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক (অবঃ) ও লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশন যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের পুঁজি ও ঋণের ব্যবস্থাসহ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ব্যাপারেও সর্বাত্ত্বক সহযোগিতা প্রদান করা হবে। অধ্যাপক নাসরিন পারভীন ও অধ্যাপক নাজনীন চৌধুরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী ফারহানা ইসলাম মহুয়া।