চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভা ঠিকাদার সমিতি এ অবস্থান কর্মসূচি পালন করেন।
উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম সেলিম উদ্দিন।
সংগঠনের সদস্য তরিকুল কালাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য শফি উল্লাহ, সহ- সভাপতি আনোয়ার মেহেদী,সিনিয়র সদস্য জাফর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেকান্দর তুহিন, সিনিয়র সদস্য তফাজ্জল হোসেন ফোরকান,জসিম উদ্দিন, লুৎফুর রহমান মিন্টু, জাহেদুল চৌধুরী,ইলিয়াস রায়হান, হাসান শহীদ মিলন, অর্থ সম্পাদক শাহা আলম ও মোঃ সেলিম প্রমূখ।
বক্তারা বলেন, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে ইতোমধ্যেই অনেক ছোট বড় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের গতি কমিয়ে দিয়েছে। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে দেশের নির্মাণ শিল্পে ভাঁটা দেখা দিয়েছে। দাম বাড়ায় নির্মাণ খাত স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন টিকাদাররা।অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় রডের দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে।