পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নি¤œ আয়ের ১ কোটি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দেয়ার লক্ষ্যে সরকার টিসিবির মাধ্যমে আগামী ২০ মার্চ থেকে পণ্য বিক্রয়ের প্রথম পর্ব শুরু করবে। এতে শরীয়তপুর জেলার কার্ডধারী ৬৬ হাজার ৩৩ জন উপকারভোগী ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। এরমধ্যে সদর উপজেলায় ১৩ হাজার ৫৩০জন, জাজিরা উপজেলায় ১০ হাজার ৮৮৯ জন, নড়িয়া উপজেলায় ১১ হাজার ৯৬৫ জন, ডামুড্যা উপজেলায় ৫ হাজার ৬৮১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৪৬২ জন ও গোসাইরহাট উপজেলায় ১০ হাজার ৫০৬ জন।
এ উপলক্ষ্যে বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌছিফ আহমেদ, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই সহ জেলায় কর্মরত প্রায় ২০ জন সাংবাদিক।