চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এর উদ্দ্যেগে এনএটিপি-২ (প্রানী সম্পদ অংশ) অর্থায়নে ৩০জন খামারিদের মধ্যে গো খাদ্য, ভিটামিন,চিটাগুড়,কৃমিনাশক,ছাগলের ঘর,ছাগলের খাদ্য,মুরগীর ঘর, খাদ্য, গরুর ঘর পরিস্কার করার বেলা সহ বিভিন্ন উপকরনে বিতরন করা হয়।
বুধবার সকালে উপকরণ বিতরণের কালে উপস্থিত ছিলেন,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃনাভিল ফারাবী, ডাঃআবদুল্লাহ আল মামুন( ভিএস)ডাঃ ইকবাল হোসেন (এলইও),এটিএম শহিদুল্লাহ (এসওএসই)সহ দপ্তর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
এ কর্মসূচির আওতায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের ১২জন গাভী পালনকারী,৭জন হ্রষ্টপুষ্টকরণকারী,৭জন ছাগল খামারী,৩মুরগী খামারী এ সহয়তা পেয়েছেন।