ছোট বড় বাচ্চা মিলে বিশাল বড় বন্যহাতির পাল। ভারত পাড় হয়ে অবস্থান করছে বাংলাদেশের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তের গহীন পাহাড়ে। কিন্তু এখানে নেই পর্যাপ্ত বনজ খাদ্য। তারা দল বেঁেধ বনের পাহাড়ী এলাকায় ঘুরে বেড়াচ্ছে খাদ্যের সন্ধানে। যাচ্ছে পাহাড়ী টিলায় টিলায়। তাদের আহারী যেসব গাছগাছালী সেসবের সংকট হওয়ায় এখন তারা সামাজিক বনায়নের চারার দিকে নজর দিয়েছে। সেসব চারার নরম কচি পাতা, নরম ডাল খেয়ে ভেঙ্গে গুড়িয়ে ফেলছে। একই সাথে বন্য হাতির দল পাহাড়ী সীমান্ত সমতলের কৃষকের রোপিত বোরো ফসলের ক্ষেতে পায়ে গুড়িয়ে মাড়িয়ে ক্ষয়ক্ষতি করেছে। এই অবস্থায় বন্য হাতির ভয়ে মানুষ তার জীবন বাচাঁতে রাত জেগে পাহাড়া বসিয়ে আতঙ্কিত অবস্থায় দিনানীপাত করছে।
এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বন্য হাতির দল শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের নাকুগাঁও, দাওধারা, ডাওয়াকুড়া, কাটাবাড়ী, খলচান্দা, কুচপাড়া, কালাপানি, বুরঙ্গা, সমশ্চুড়াসহ বনের ভিতর অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশের এই এলাকার বন উজার হয়ে যাওয়ায় ও তাদের পাহাড়ী বনজ খাদ্য কমে যাওয়ায় বর্তমানে হাতিগুলো খাদ্য সংকটে পড়েছে। ফলে তারা এখন পাহাড়ী সমতল ভূমি বা কৃষি জমির দিকে নজর দিচ্ছে। এছাড়াও পাহাড়ী অঞ্চলে রোপিত সামাজিক বনায়নেও সদ্য রোপিত ও পুরাতন গাছগুলির নরম ডাল, পাতা, খেয়ে ভেঙ্গে গুড়িয়ে ফেলছে। গত ১৫ মার্চ মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী ডাওয়াকুড়া গ্রামে বন্যহাতির দল কৃষক সামসুদ্দিনের ১০ কাঠা জমি ও নাকুগাঁও গ্রামের কৃষক আলিমুদ্দিনের ১৫ কাঠা জমির বোরো ফসল পায়ে মাড়িয়ে ক্ষতিগ্রস্থ করেছে। এছাড়াও দাওধারা কাটাবাড়ীসহ ৩/৪শ হেক্টর পাহাড়ী ভূমিতে রোপিত সামাজিক বনায়নের আকাশমনি, মেহগনিরচারা ভেঙ্গে খেয়ে পায়ে মারিয়ে ক্ষতিগ্রস্থ করেছে বলে বনবিভাগ জানায়।
্এ ব্যাপারে বনবিভাগ ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের রেঞ্জার মোঃ আঃ করিম বলেন, যখনই বন্যহাতি আসছে তখনই আমরা মানুষকে জানাচ্ছি, সচেতন করছি। এলাকার মানুষজন তাদের জীবন, বাড়ীঘর ও আবাদি ফসল রক্ষায় রাত জেগে পাহাড়া দিচ্ছে। বন্য হাতি গুলি পাহাড়ী এলাকায় এসে সামজিক বনায়নের গাছ, কৃষকের ফসলের মাঠে ডুকে পড়ছে। তারা মানুষের বাড়ীঘরের কাছাকাছি চলে আসছে। মানুষ আতঙ্কিত অবস্থায় আছে।