চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে মহাসড়কে দুর্ঘটনা রোধে ডিভাইডার স্হাপন ও স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চট্টগ্রাম - খাগড়াছড়ি মহাসড়কের নুর আলী মিয়ারহাট এলাকায় ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের সমনে আয়োজিত মানব বন্ধন উপস্থিত ছিলেন ফরহাদাবাদ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, জেলা পরিষদের সদস্য, শওকত আলম।।
ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল আলম সহ ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রী বৃন্দ, মানববন্ধনে অংশ নেন ফরহাদাবাদের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন,ফরহাদাবাদ প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা মানব বন্ধন শতস্ফুঃর্তভাবে অংশগ্রহণ করেন।
হাটহাজারী টু খাগড়াছড়ি মহা সড়ক বহুল যানবাহনের চলাচল, সেসাথে পথচারী ও স্কুল,কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাচল করে সীমাহীন আতংকের মধ্যে। শুধুমাত্র সড়ক দুর্ঘটনার ভয়ে।। বেপরোয়া গাড়ি চালানোর অন্যতম কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা।। এমতাবস্থায় মানববন্ধনের ব্যানারে উল্লিখিত বিষয়সমূহ বাস্তবায়ন করা গেলে সেসাথে সৃষ্টিকর্তা অশেষ রহমতে সড়ক দুর্ঘটনা কমে আসবে।। হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলো নিজ নিজ দায়িত্বে এইরকম মানববন্ধন কর্মসূচি পালন করে স্ব স্ব প্রশাসনের নিকট স্মারকলিপি দেওয়ার ও সিদ্ধান্ত গৃহীত হয়।