চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি ও ফসলি জমি, পাহাড়ী মাটি কাটা ও অবৈধ কাঠ বহনের অপরাধে দুইটি ট্রাক ও একটি চাঁদের গাড়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গত সোমাবার দিবাগত রাতে সরকারহাট, ছিপাতলী ও নাঙ্গলমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে দুইটি ট্রাক ও একটি চাঁদের গাড়ি আটক করা হয়। গত মঙ্গলবার রাতে আটককৃত গাড়ি গুলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, রাতে কৃষি জমি ও পাহাড়ী মাটি কাটা এবং বহনের অভিযোগে দুটি ট্রাককে ১ লক্ষ টাকা এবং অবৈধ বনজ কাঠ পরিবহনের দায়ে চাঁদের গাড়িকে ১০ হাজার টাকা, সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা। তাছাড়া অবৈধ কাঠ ও মাটি জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।