চাঁদপুরের বিজ্ঞ আদালত থেকে জামিনে এসেই মামলার বাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভরা বোরো মৌসমে অসহায় কৃষক জমিতে সেচের পানি দিতে বাঁধাসহ এলাকায় নানা অভিযোগকারিদের হামলার শিকারের মামলা করেও, পুনোরায় হামলার শিকার হয়েছেন সুজন ভাট। পানির অভাবে চাষকৃত বোরো বড় ধরণের ক্ষতি সাধনের আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের গুপ্টি গ্রামে।
থানায় অভিযোগ ও স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নে গুপ্টি গ্রামের সুজন ভাট ও মিজানুর রহমান গংরা প্রতিবেশি। দীর্ঘদিন যাবৎ তুচ্ছ বিষয় নিয়ে তাদের দু’পরিবারের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে আসছে। তারই অংশ হিসেবে গত ৬ ফেব্রুয়ারী পূর্ব থেকে ওঁতপেতে থাকা মিজানুর রহমান গংরা সুজন ভাটকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এই ঘটনায় হামলার শিকার সুজন ভাট বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দিলে থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে, অভিযুক্ত মিজানকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালতে থেকে মিজানুর রহমান গত কয়েকদিন পূর্বে জামিনে এসে সুজন ভাটকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
চলতি মাসের ৬ মার্চ রোববার আবার অসহায় কৃষক সুজনের সাথে তার আবাধকৃত বোরো কৃষি জমিতে সেচ পানি দেয়াকে কেন্দ্র করে আবারো মিজানুর রহমান গংরা সুজন ভাটের ওপর হামলা করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী সুজন ভাট পুনোরায় বিচার প্রার্থনা করে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে তাদের হামলার ঘটনার পর থেকে ওই কৃষি জমিতে সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে। ফলে, সময় মত কৃষি জমিতে সেচ পানি না দিলে ফসল বড় ধরনের ক্ষতি হতে পারে।
বিষয়টি নিয়ে সুজন ভাট জানান, মিজান গংরা আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। আমি অসহায় মানুষ আইনের মাধ্যমে বিচার চেয়েছি। কিন্তু মিজান আদালত থেকে জামিনে এসেই আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভিতি প্রদর্শন করে আসছে। তারই অংশ হিসেবে পুনরায় আমার ওপর হামলা করেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, মিজানুর রহমানরা লোকবল বেশি হওয়ায় যখন যার সাথে ইচ্ছে তার সাথেই সংঘাতে জড়িয়ে পড়ে।
অভিযুক্ত মিজানুর রহমান জানান, সুজন ভাটদের সাথে আমাদের কোন সমস্যা নাই,তারা ষড়যন্ত্র করে বারবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, তাদের দু’পরিবারের বিষয়টি অবগত রয়েছি। যেহেতু এলাকার মানুষ সমাধানের চেষ্টা করবো। বিভিন্ন সময় তাদের ভাইদের সাথে অন্যান্যের সমস্যা নিয়ে শালিশ বৈঠক ও করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গংরা লোকবল সংখ্যায় ভাই বেশি থাকায়, তাদের পাওয়ার ও বেশি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারী বলেন, বিষয়টি আমি ইতো মধ্যে অবগত হয়েছি, যদি এলাকাতে মিমংসার যোগ্য হয়, সমাধানের চেষ্টা করবো।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।