গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইরচরে আপণ চাচাতো বোনকে উত্ত্যক্ত করার দায়ে মিজানুর রহমানের ছেলে বাবু মিয়াকে(৪০) মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক(এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা তাপশ দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় মাস খানেক যাবত ঘটনার শিকার মেয়েটিকে নানা ভাবে উত্ত্যক্ত ও নিপীড়ণ করে আসছিল তারই আপন চাচাতো ভাই এক সন্তানের জনক বাবু মিয়া। মেয়েটি বাবুর পরিবারকে ঘটনা জানালে বাবু তাকে প্রাণে মারার হুমকি দেয়। অবশেষে ওই মেয়ে নিজে বাদী হয়ে সোমবার রাতে গজারিয়া থানায় মামলা নম্বর -১৫ রুজু করে।
পুলিশ গতকাল বাবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।