চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদ সহ আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল পালন করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বোদা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা কের্ন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। সিপিবি জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, জেলা কমিটির সদস্য কমরেড লিহাজ উদ্দীন মানিক, কমরেড আলী মতুজা, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাম কিশোর সরকার প্রমুখ। পথ সভা শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা বাইপাস মোড়ে শেষ হয়।