নোয়াখালীর সেনবাগে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সেনবাগ উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকতা (ইউএইচএফপিও) ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজ, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন,অজুর্নতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, সেনবাগ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ। সভায় সেনবাগ উপজেলার ৯ ইউপি ও একটি পৌরসভার চেয়ারম্যান, সচিবগন উপস্থিত ছিলেন।