চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলীতে মমতা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কাজের তালিকা ও পিকেএসএফ এর সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবীণ বার্ষিক খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ঈদগাহ উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কাজের তালিকা ছিপাতলী প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি ও হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ এতে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের হাটহাজারী উপজেলার সভাপতি চৌধুরী শাহাবুদ্দিন, মমতার সহকারী পরিচালক পার্থসারথি বড়ুয়া ও প্রবীণ কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মমতার প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো জেসমুল হাসান ও অন্যান্য কর্মকর্তাগণ। ওই অনুষ্ঠানে প্রবীনদের জন্য হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, পদ্য আবৃতি, সংগীত, বক্তৃতা উদ্যোগ রাখা হয়। ওই অনুষ্ঠানে প্রবীণরা বলেন আমরা খুব খুশি করেছি আমাদের এত বছর বয়সে আমরা কখনো প্রবীনদের জন্য এমন উদ্যোগ কোন সংগঠন থেকে দেখিনি আমরা মমতাকে ধন্যবাদ জানাই। এতে মমতা থেকে বলা হয় এই কর্মসূচির মাধ্যমে তারা প্রবীনদের আর্থসামাজিক উন্নয়ন সামাজিক স্বীকৃতি সহ আর্থিকভাবে প্রতি মাসে ১০০ জনকে ৫০০ টাকা করে বয়স্ক ভাতা, ছাতা,লাটি কম্বল, হুইল চেয়ার, এবং সমাজে যারা বিভিন্ন পর্যায়ে সমাজের জন্য পেশা করছেন তাঁদের থেকে প্রতিবছর শ্রেষ্ঠ সন্তান সম্মাননা শ্রেষ্ঠ সন্তান সম্মাননা দিয়ে উৎসাহিত করেন।