আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। ১৫ মার্চ মঙ্গলবার সকালে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক (এস আই) মোঃ কামাল হোসেন, শেখ কামাল ও মাহদী হাসান চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় অবস্থান নেয়। ওই সময় কুমিল্লা থেকে আসা একটি মোটরসাইকেলের (কুমিল্লা-ল ১২-৫৫৮৭) তল্লাশি করে ২ আরোহীকে আটক করে। পুলিশ তাদের বহন করা ২ টি স্কুল ব্যাগ তল্লাশি করে ১শ’ ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার কোতোয়ালি থানার টিক্কারচর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র মোঃ জুবায়ের হোসেন রনি (২৬) ও একই এলাকার তাজুল ইসলামের পুত্র মোঃ রাশেদ মিয়া (২৮)।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।