চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুরস্থ নাসির মোহাম্মদ পাড়া এলাকা খেকে শান্তিবাহিনীর হাতে অপহৃত ঠিকাদার মোজাম্মেল হক তালুকদার (৪৫)কে ৫দিনপর উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১১টার সময় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের চিড়িং ঘাঁটা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করলেও অপহরণকারীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। জানা যায়, বিগত ৯মার্চ হাশিমপুরস্থ নাসির মোহাম¥দ পাড়া সংলগ্ন বরুমতি খালের উপরি অংশে পানি উন্নয়ন বোর্ডে প্রকল্পে লোকজন দিয়ে কাজ করার সময় সন্ধ্যায় মুখোচ পরিহিত ১০-১৫জন লোক ওই ঠিকাদার মোজাম্মে হক তালুকদারকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ভিকটিমের প্রতিবেশী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বারের মুঠো ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন শান্তিবাহিনী। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন এবং পরিবারের পক্ষ হতে ভিকটিমের স্ত্রী মিনু আক্তার বাদি হয়ে ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামীকরে একটি ্অপহরণ মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন অপহরনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।