ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি ও পরোয়ানাভূক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঁঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের মোস্তফা জামান ও শরীফুল ইসলাম।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত পলাতক হত্যা মামলার আসামি চরআলগী ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে মোস্তফা জামানকে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং পরোয়ানাভুক্ত অপর আসামি শরীফুল ইসলামকে চরআলগী ভাটিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, হত্যা মামলার পলাতক আসামি ও পরোয়ানাভূক্ত আসামি দুইজনকে গ্রেপ্তার করে সোমবার সকালে জেল হাজতে পাঁঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।