নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার পরিবারের উপর হামলা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন ছাত্রী ভাই আরমান, চাচা শহীদুল্লাল ও চাচী জোসনা বেগম। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার আতাদী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে দাসিরদিয়া গ্রামের ইমরান যাওয়া ও আসার পথে উত্ত্যক্ত করেন। সুযোগ পেলেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ইমরান। রোববার (১৩ মার্চ) বিকাল ৩ টার দিকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে পিছু নেয়। তাকে নানা ভাবে অশালীন আচরণ করে উত্তক্ত্য করতে থাকে। এ সময় তার চাচাতো ভাই আরমান বাড়ি থেকে বের হয়ে প্রতিবাদ করলে ইমরান ও তার সহযোগিরা তার উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এ খবর বাড়িতে পৌছালে ছাত্রীর পরিবারের লোকজন তাকে বাঁচাতে আসলে তাদেরওেক পিটিয়ে আহত করে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।