নারায়ণগঞ্জের আড়াইহাজারে এগারো হাজার লিটার চোরাইকৃত ডিজেলসহ হৃদয় মাতুব্বর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত তেলসহ এ কাজে ব্যবহৃত পিকআপকে জব্দ দেখিয়ে সোমবার দুপুরে দুইজনকে আসামি করে পেনাল কোর্ট আইনে এএসআই মিজানুর রহমান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। এদের মধ্যে শওকত হোসেন নামে অপর আসামি পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় মাতুব্বর শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালীকান্দী গ্রামের আবদুল জাব্বারের ছেলে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, রোববার রাতে উপজেলার গাজীপুরা এলাকায় তেলভর্তি পিকআপ নিয়ে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় পিকআপটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে রাস্তার গতি হারিয়ে আটকা পড়ে। পরে স্থানীয়রা পিকআপসহ এক ব্যক্তিকে আটক করে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হৃদয় মাতুব্বরকে আটক করে। পুরিশের স্বীকারোক্তিতে হৃদয় জানায়, তার সহযোগি শওকত হোসেনের সাথে যোগসাজসে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ১১ হাজার লিটার তেল চুরি করে পিকআপে নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গোপালদী এলাকা এসে রাস্তার গতি হারিয়ে ফেলে। তখন এলাকার লোকের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।