বরিশাল ২ আসনের এমপি শাহে আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউ-েশন তৈরি করেছেন এবং তারইর মেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী মডেল মসজিদ নির্মান করায় দেশে ইসলামের উপর আরও গুরুত্ত বাড়িয়ে দিয়েছেন। দেশ-বিদেশের লাখো লাখো মুসল্লিদের সমগমের এক মিলন মেলার মধ্যে দিয়ে ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩২তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলার নেছারাবাদের সন্ধ্যা নদীর তীর ঘেষে অবস্থিত ছারছীনা দরবারের বিশাল ময়দান লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মূখরিত হয়ে উঠছে তিন দিনের ইছালে ছওয়াব ও আখেরী মোনাজাতে। সোমবার জোহর নাজামাজবাদ ছারছীনার গদ্দীনশীল পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আখেরী মোনাজাত পরিচালনা করেন। এ সময় লাখো লাখো মুসল্লি ও ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত ও এলমে মারেফতের তালিম প্রদান করবেন ছারছীনা শরীফের পীর মোহেব্বুল্লাহ। তিন দিন ব্যাপী দরবারের শরীফের বিশিষ্ট ওলামা-খোলাফা ও মাদ্রাসার সুযোগ্য আছাতেজায়ে কেরাম এবং দেশের বিভিন্ন ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্টগন ইসলাম ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নসীহত করেন। দেশ-বিদেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে আমীরে হিযবুল্লাহ,ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আখেরী মুনাজাত পরিচালনার মধ্যে ঐতিহ্যবাহী ছারছীনার মাহফিল ও সম্মলেন পরিসমপ্তী করবেন। এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আমীন মুহহম্মদ গ্রুপ জনাব আলহাজ¦ এনামুল হক