চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকসার ধাক্কায় মোঃ হারুন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বারের বাড়ির মৃত আবুল খায়ের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মোঃ হারুন ওএমএস এর চাউল নিয়ে বাড়ির ফেরার পথে ওই স্থানে পৌঁছলে হাটহাজারী মুখী একটি অটোরিকসা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।