ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্প, উপজেলা দুদকের সভাপতি বুলবুল তালুকদার ও উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ সরকারি অন্যান্য কর্মকর্তাগণ।