চট্টগ্রামের চন্দনাইশে গতকাল ১৪ই মার্চ সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কারাদন্ডপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-বন আইনে মামলায় এক বছরের বিনাশ্রমে কারাদণ্ড এবং ৫হাজার টাকা জরিমানকৃত পলাতক আসামি রায় জোয়ারা এলাকার আবু তাহেরের ছেলে আবদুল ছালাম, ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি দোহাজারী এলাকার খোরশেদুল আলম,মোহাম্দ শহিদ ,কাউছারুল আলম,আকতারুল আলম এবং বৈলতলী এলাকার মহিউদ্দিন ভূইয়া,ফুলতলা এলাকার আকতারুল আলম প্রমুখ। পরে কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।