চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি দেশের অনেক পুরনো আলোকচিত্র সংগঠন। তারা দেশে আলোকচিত্রের উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। এ ভূমিকায় আলোকচিত্র শিল্পীদের অবদান অনস্বীকার্য।
৩দিন ব্যাপী দ্বিবার্ষিক আলোকচিত্র প্রদর্শনী, কেক কাটা, ফটোগ্রাফী বিষয়ক বিভিন্ন কর্মসূচি সহ চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন- ২০২২, শিল্পকলা একাডেমি জয়নুল আবেদীন গ্যালারীতে উৎসব মুখর ভাবে সম্পন্ন হয়।
১১ মার্চ শুক্রবার বিকেলে এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি জয়নুল আবেদীন গ্যালারীতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী, টেলিটক এর সাবেক এম ডি প্রকৌশলী কাজী গোলাম কুদ্দুস হেলাল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক, ফটো ব্যাংক গ্যালারীর প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকী।
ঈচঝ এর সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ আরো বক্তব্য দেন ফটো জার্নালিস্ট দেবপ্রসাদ দাস দেবু,সহ সভাপতি আলোকচিত্রী বাসব শীল,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু, চট্টগ্রাম একাডেমীর মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী ও আলোকচিত্রী সাংবাদিক মাজেদ চৌধুরী।
আলোকচিত্রী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ আরো উপস্থিত ছিলেন প্রফেসর আনসার, প্রফেসর এ আর মোহাম্মদ, মুমিনুল হক, মোঃ সেলিম, দেবী দত্ত, শাহেদ কাদেরী ,ইমরান মিঞা ,মোনায়েম বাপ্পী, শাওন চৌধুরী,সৌরভ বড়ুয়া,ফারুক,কাবেরী আইচ,আলোকচিত্রী সাংবাদিক শেখ মুরশেদুল আলম প্রমুখ।
এর আগের দিন ১০ মার্চ বৃহস্পতিবার এই মহতী আয়োজনের শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রামের কৃতী ব্যক্তিত্ব, বহুল প্রচলিত পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।