পিরোজপুরের নাজিরপুরে টেম্পু চাপায় ইমন বাড়ৈ (১৫) নামের মোটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইমন বাড়ৈ উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয় গ্রামের মনিন্দ্র নাথ বাড়ৈর ছেলে। সে লড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনসহ তার তিন বন্ধু গত শনিবার বিকালে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পু তাদের চাপা দেয়। এ সময় ওই মোটর সাইকেলে থাকা ৩ জনে আহত হন। আহতদের প্রথমে গোপালগঞ্জ জেলা হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে নাজিরপুরের গ্রামের বাড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধারে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।