শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ১৬০০ পিস ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৩ মার্চ রোববার ভোর ০৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই মোঃ মহিউদ্দিন, এস আই সৈকত দাশ গুপ্ত, এসআই মোঃ রোকন উদ্দিন, এসআই জনি কান্তি দে, এসআই মোঃ আনিছুর রহমান, এএসআই শোয়েব হোছাইন আখন্দ ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বানিয়াচোঁ নামক স্থানে চেকপোস্টে ১টি প্রাইভেটকার থেকে ১৬০০ পিস ফেন্সিডিলসহ আসামি মোঃ জিয়া উদ্দিন রিয়াজ (৩২),পিতা-জুলফুর রহমান, সাং-জানরা, থানা-বরুড়া,জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান চাঁদপুর সড়ক দিয়ে অন্যত্র পাচার হচ্ছিল।এমন খবর শাহরাস্তি থানা পুলিশ জানতে পায় এবং চেকপোস্টে তল্লাশি করে পাইভেটকারে থাকা ফেন্সিডিলের সন্ধান পায়।