চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরির বিভিন্ন সরঞ্জামসহ ৫ চোরকে আটক করেছে। রোববার রাতে উপজেলার দোহাজারী থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলো দোহাজারী এলাকার আবদুল আলীর ছেলে আবদুল্লা আল নাঈম(২০),নুরুল আলমের ছেলে শফিউল আলম(২৫)আবদুল ছালামের ছেলে আবদুল করিম(২২)আবদুল মাবুদের ছেলে রবিউদ্দিন(২১)ও আবুল কাসেমের ছেলে সোলাইমান খোকন (২৮)। পরে পুলিশ আটককৃতদেরকে কোট হাজতে প্রেরণ করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।