নোযাখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নব যোগদানকৃত ডাক্তারদের পরিচিতি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউএইচএফপিও) ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি)তাজমিন আলম তুলি, সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন,আবাসিক মেডিকেল অফিসার(আর.এম.ও) ডাক্তার রফিকুল ইসলাম সহ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি আলহাজ¦ মোরশেদ আলম সমস্যা গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন বলে আশ্বাস দেন। পরিচিতি সভা শেষে প্রধান অতিথি নব যোগদানকৃত ১০ জন ডাক্তারকে ফুল দিয়ে বরন করেণ।