ফরিদপুরের কামার ডাঙ্গী বেগম ফেরদৌসী মোহন মিয়া হাই স্কুলের শিক্ষার মান বাড়াতে, পুরাতন ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তাকুজ্জামান।
আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলমগীর করিব। তিনি স্কুলের ভবন সংস্কারের জন্য তাৎক্ষণিক এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। একই সাথে স্কুলের উন্নয় আগামীতে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হেলেনা বেগম।
স্কুলের উন্নয়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম শাহরিয়ার। তিনি বলেন, চরাঞ্চলের ছেলে-মেয়েদের লখাপড়ার কথা চিন্তা করে ২০০৪সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। স্কুলের একটি মাত্র ভবন ওয়াল করা টিনশেড। ভবনটি বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা। সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পড়লেখার মান উন্নয়নে জরুরী ভিত্তিতে একটি নতুন ভবন ও পুরাত ভবনটি সংস্কারের জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকারের কাছে দাবী জানান তিনি। একই সাথে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি।
মতবিনিময় সভায় ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।