 
		
	জেলার ঝিনাইগাতীতে পিকনিকের বাস ও ইজিবাইক
মুখোমুখি সংঘর্ষে ৪ মাসের এক শিশু সন্তান নিহত ও ৩ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইগাতী-গজনী
সড়কের শালচূড়া এলাকায়। আহতরা হলো- রুজিনা (২৫), হাসনা (৪০) ও অটো
ড্রাইভার বাবুল মিয়া (৩৫)।
জানা যায়, কেন্দুয়া ধনবাড়ী থেকে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে গজনী অবকাশে
আসার পথে ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া নামক স্থানে বাস ও ইজিবাইক
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে থাকা ৪
মাসের শিশু সন্তান ও ইজিবাইকের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। ফায়ার
সার্ভিসদল আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাদেরকে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর সদর
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাসের শিশু সন্তানটি মারা যায়। বন ভোজনে
আসা বাসের যাত্রীদের কোন ক্ষতি হয়নি। ইজিবাইকটি ঝিনাইগাতী উপজেলার
সন্ধ্যাকুড়া থেকে যাত্রী নিয়ে আসছিল বলে জানা যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানা পুলিশ সূূত্রে জানা গেছে, বাস ও ইজিবাইকটি আটক
করে থানা হেফাজতে রাখা হয়েছে। বাসের ড্রাইভার পলাতক রয়েছে। তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।