দিনাজপুরের কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারি বিভিন্ন দপ্তরের পদ গুলি দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকার কারণে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত সাধারন মানুষ। জেলার কাহারোল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে দায়সাড়া ভাবে চলছে সরকারি কার্যক্রম। ফলে একদিন উপজেলাবাসী সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সরকারি দাপ্তরিক কাজ গুলো সুষ্ঠুভাবে না হওয়ায় সরকারের উন্নয়ন ও সাফল্য ব্যহত হচ্ছে। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের সাধারন জনগন বিভিন্ন দপ্তরের কাজের জন্য এসে কর্মকর্তাদের না পেয়ে ফিরে যেতে দেখা যাচ্ছে। অত্র উপজেলার যে সকল সরকারি গুরুত্বপূর্ণ পদ গুলিতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা নেই তা হলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অফিসের কানুগো, উপজেলা সাব-রেজিষ্ট্রার, উপজেলা খাদ্য কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ এসব দপ্তর গুলোতে দীর্ঘদিন থেকে কর্মকর্তা না থাকায় অন্য উপজেলা হতে ডেপুটেশনে বা অতিরিক্ত দায়িত্ব পালন করে সরকারি কার্যক্রম চালাচ্ছে। উপর্যুক্ত পদগুলোতে দীর্ঘদিন হতে কর্মকর্তা না থাকার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।
তাই এলাকার সুধিজনের মতে ঐ সকল শুন্য দপ্তর গুলোতে স্থায়ী কর্মকর্তা প্রেরণের ব্যাপারে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।