পটুয়াখালীর দুমকীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল ১০ টায় দুমকী বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, বায়জিদ (১৫),হিরা হাওলাদার (২০) ও মোঃ ইউসুফ (৩২)।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকাপ ভ্যান বাউফলের দিকে যাচ্ছিলো। অপর দিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রম কালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ঘটনা স্থলে নিহত হয়েছে। এ ছাড়া দুইজন বরিশাল শেরে বাংলা মিডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজন মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের লাশ বরিশাল থেকে নিয়ে আসবে। এ ঘটনায় ঘাতক পিকাপ ভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।