কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতাধীন দৌলতপুর উপজেলার ১৪ টি ক্লাবে জানুয়ারী ২০২২ এর নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেবার কথা বলা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাযায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার ১৪ টি ক্লাবে জানুয়ারী মাসে কোন নাস্তা দেয়া হয়নি। সেই হিসাবে প্রতিটি ক্লাবে ৩৫ জন করে কিশোর-কিশোরীর নাস্তা বাবদ জনপ্রতি ৩০ টাকা করে সর্বমোট ১ লক্ষ ১৭ হাজার ৬‘শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনের বিরুদ্ধে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের জেন্ডার প্রমোটরগণ মহিলা বিষয়ক কর্মকর্তার কছে বারবার বললেও মহিলা বিষয়ক কর্মকর্তা তাদের কথায় কর্ণপাত না করায় জেন্ডার প্রমোটারগণ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে গত ২ মার্চ ৩২.০১.০০০০.০০৩.০১.০৪৯.২১-১১৯৯ নং স্বারকে কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের পরিচালক জয়ন্ত কুমার শিকদার স্বাক্ষরিত অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেবার কথা বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন এর কাছে জানতে চাইলে তিনি নাস্তার টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার জানান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতাধীন দৌলতপুর উপজেলার ১৪ টি ক্লাবে জানুয়ারী ২০২২ এর নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য একটি পত্র পেয়েছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।