পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে নৌকা মার্কায় নির্বাচন করায় ৮ জন লেবার শ্রমিককে কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মহীন হয়ে পড়া ওই শ্রমিককরা পরিবারেরা সদস্যদের নিয়ে মহাসড়কে শান্তি পূর্ণ ভাবে অবরোধ কর্মসূচি পালন করেছে। তবে দফায় দফায় আলোচনায় শ্রমিকের অপর পক্ষের শ্রমিকদের মারমুখি পরি¯ি’তে সড়ক অবরোধ পন্ড হয়ে যায়।
শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে প্রায় আড়াই ঘন্টা এই সড়ক অবরোধ করে রাখে শ্রমিক ও পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ২০২১ সালের ১১ নভেম্বর জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মাহাবুবুল আলম মিলনের পক্ষে ওই ৮ শ্রমিক নির্বাচন করে। নৌকা প্রার্থী হেরে যাওয়ার এর এক দিন পরে ১২ নভেম্বর থেকে তাদের লেবারের কাজ থেকে বিনা কারণেই বাদ দেয়া হয়। এতে করে গত ৪ মাস ধরে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটায় পরিবারের সদস্যদের নিয়ে সড়ক অবরোধে নামে ওই ৮ শ্রমিক। এর মধ্যে কাজ থেকে বাদ পড়ে শ্রমিক ইউনিয়ন ২০০০ সংগঠনের ১জন, শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর ২ জন, কুলি শ্রমিক ইউনিয়ন ২৩০৫ এর ২ জনসহ মেক্স পোল ফেক্টোরির ৩জন শ্রমিক। তবে লোড আনলোডে ব্যবহৃত ট্রাকগুলো অবরোধে আটকা থাকলেও যাত্রীবাহি বাস ও অন্যান্য যানবাহন অবরোধের আওতার বাইরে ছিলো।
এদিকে অবরোধের আড়াই ঘন্টার মাথায় সকাল সাড়ে ১০টায় শ্রমিকদের অপর পক্ষের শ্রমিকদের ধাওয়ায় অবরোধ পন্ড হলে একপর্যায়ে সড়ক অবরোধকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়। তবে তাদের দাবী কর্ম ফিরে না দিলে আগামীতে বৃহৎ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।