শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, শ্রেণী পাঠদান ও চলমান কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে ফরিদপুরে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিষ্ণু পদ ঘোষাল।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন, মঙ্গলকোট আমাদের স্কুলের প্রধান শিক্ষক শাহ মোঃ আক্কাস, সহ¯্রাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ই¯্রাফিল মোল্লা, ফরিদপুরে জিলা স্কুলের প্রধান শিক্ষক নাসিমা বেগম।
মতবিনিময় সভায় ফরিদপুর জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় প্রধানগণ উপস্থিত ছিলেন।