চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর নাসির মোহাম্মদ পাড়া থেকে মোজাম্মেল হক তালুকদার(৪৫) নামের এক ঠিকাদারকে অপহরণ করেছে পাহাড়ি শান্তি বাহিনী। সে হাশিমপুর ্ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আবদুল কাদের চেয়ারম্যান বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে ছাড়া ও তিনি বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী ছিলেন। জানাযায়, গত ৯মার্চ বুধবার সন্ধ্যায় ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে লোকজন দিয়ে কাজ কারার সময় মুখোশ পরিহিত ২০-২৫জন পাহাড়ি শান্তি বাহিনীর সদস্যরা এসে তাকে তুলে নিয়ে যায়। পরদিন ১০মার্চ বৃহস্পতিবার রাতে প্রতিবেশী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে ফোনের মাধ্যমে মোজাম্মেল হক তালুকদারের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বিষয়টি চন্দনাইশ থানাকে অবিহিত করেছেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন তিনি বিষয়টি অবিহিত হয়ে বান্দরবানে প্রশাসনের সাথে যোগাযোগ করে উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান। এ ঘটনায় চন্দনাইশস্থ পাহাড় সংলগ্ন এলাকার লোকজন আতঙ্ক অবস্থায় রয়েছেন রাত যাপন করছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।