গুরুত্বপূর্ণ স্থাপনা ও নদীর তীর সংরক্ষণের জন্য মহানন্দা নদীতে তেঁতুলিয়া পুরাতন বাজার শিবমন্দির থেকে ডাকবাংলো পর্যন্ত প্রায় ৫ কিঃমিঃ মধ্যে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের।
জানা যায় গত ৮ মার্চ/২০২২ উপজেলা প্রশাসনের ২০৫ নং স্মারকে একটি পত্রাদেশ ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), পঞ্চগড় পুলিশ সুপার ও জেলা প্রশাসক পঞ্চগড় সহ স্থানীয় জনপ্রতিনিধির অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করছে। ওই চিঠিতে বলা হয় নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা শতাধিক বছরের পুরনো ডাকবাংলো ভবন, পিকনিক কর্ণার, কেন্দ্রীয় গোরস্থান, কেন্দ্রীয় ঈদগা ময়দান, তেঁতুলিয়া থানা ভবন, পুরাতন বাজার, শিবমন্দির সহ প্রায় ৭শত একর আবাদি জমি রক্ষা এবং প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে ডাকবাংলো থেকে পুরাতন বাজার পর্যন্ত ৫ কিঃমি এলাকায় তীর সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিসি ব্লক নির্মাণ বাঁধটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। ফলে উল্লিখিত গুরুত্বপূর্ণ স্থাপনা অদূর ভবিষ্যতে মহানন্দা নদীর কবলে হুমকীর মুখে পড়বে বলে চিঠিতে উল্লেখ করেন।
এদিকে ওই সীমানায় পাথর উত্তোলন বন্ধ করায় এলাকার পাথর শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে। ভুক্তভোগী এলাকার পাথর শ্রমিক ও ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা স্থানীয়জনপ্রতিনিধি সহ প্রশাসনের নিকট মহানন্দা নদীর মধ্যবর্তীস্থানে পাথর উত্তোলন চালু রাখার জন্য জোর দাবী জানিয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তেঁতুলিয়া কোম্পানি সদর সুবেদার সাহেবের নিকট মহানন্দা নদীতে তেঁতুলিয়া পুরাতন বাজার থেকে ডাকবাংলো পর্যন্ত বন্ধের ব্যাপারে কোন চিঠি পায়নি বলে জানান। তবে নির্বাহী অফিসারের দপ্তর সূত্রটি জানান একজন অফিস পিয়নকে দিতে দাপ্তরিক উপর্যুক্ত চিঠি দিতে ক্যাম্পে পাঠানো হলে বিজিবি সদর কোম্পানি সুবেদার তা রিসিভ করেননি, পরে তাকে ওয়াটএ্যাপেসে মেসেজ দেয়া হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী, মোঃ হাফিজুল হক বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক নদীর তীর সংরক্ষণ সহ জাতীয় স্থাপনা রক্ষায় যে সিদ্ধান্ত উপনীত হয়েছে পানি উন্নয়ন বোর্ড চিঠি পেলে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, মহানন্দা নদীতে ডাকবাংলো থেকে তেঁতুলিয়া পুরাতন বাজার পর্যন্ত নদীর তীর সংরক্ষণের ব্লক বাঁধে ইতোমধ্যে একাধিক স্থানে ফাটলসহ ভেঙ্গে গেছে। এমতাবস্থায় এই সীমানার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য সীমান্ত ঘেষে ১৮কিলোমিটার বহমান মহানন্দা নদীর মাত্র ৫ কিঃমি এলাকায় বন্ধ ঘোষণা করছে। একই সংগে এসব এলাকার কর্মরত শ্রমিকদের মহানন্দা নদীর নির্ষিদ্ধ এলাকা বাদ দিয়ে পাথর তোলার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জনপ্রতিনিধি সহ সুশিল সমাজকে জনসচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে।