“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার খুতিবুর রহমান, নারী নেত্রী লায়লা সরকার প্রমুখ।