চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকসা ও মোটরসাইকের মুখোমুখি সংর্ঘষে ঝিনু আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ তার দুই সন্তান আহত হয়েছে। বৃহস্পতিবার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বোর্ডস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার হাবিবুল্লাহ স্ত্রী।
স্থানীয়,প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতবৃহস্পতিবার সাড়ে ৫ টার সময় নিহত গৃহবধু তার সন্তানদের নিয়ে চারিয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে অটোরিকসা যোগে হাটহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকসার যাত্রীসহ চারজন গুরুতর হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝিনু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, গৃহবধুর সন্তান তাসনিয়া (৩) ও মহিদ(৮) ও মোটরসাইকেল আরোহী সাইফুল আমিন (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হিমু মজুমদার সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন। আহত মোটর সাইকেল আরোহী সাইফুল আমিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানার উপ- পরিদর্শক মোঃ একরামুল হক ও সড়ক দূর্ঘটনার কথা গনমাধ্যমের নিকট স্বীকার করেন