চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পক্ষ থেকে মহান মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
গতকার বৃহস্পতিবার পৌর প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেন।
এ সময় উপজেলা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমন্ডার মোঃ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা সতীন্দ্র নারায়ন রায়,নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন,,পৌর সভার সচিব বিপ্লব চন্দ্র মুহরি উপস্থিত ছিলেন।