চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অরুণ বৈষ্ণব। পেশায় একজন পল্লী চিকিৎসক হলেও শখের বশে ১২ শতক জমিতে তিনি বিভিন্ন প্রজাতির ফলের বাগান করেন। ২০১০ সাল থেকে দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশার পাশাপাশি অবসর সময়টুকু ব্যয় করেন তার হাতে গড়া প্রিয় বাগানে। তার বাগানে রয়েছে ৫০টি আম গাছ ,১৫ টি মাল্টা গাছ, ৫টি পেয়ারা গাছ ,৪টি বরই গাছ, ১০ টি লেবু গাছ। স্বপ্নের এই বাগান ফলের স্বপ্ন পূরণ করে যাচ্ছে কয়েক বছর যাবৎ। প্রতি বছরের ন্যায় এ বছরও যখন ফুলে ফলে সজ্জিত হয়ে উঠে বাগানটি। সম্প্রতি রাতের আঁধারে বাগানের প্রায় ৩০ টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কে বা কারা কেটে ফেলেন। বাগান মালিক আলাপ কালে গণমাধ্যমকে বলেন শখের বশে অবসর সময়ে একটি বাগান করেছি। বাগান যখন ফুলে ফলে ভরে উঠে তখন আমার বাগানের গাছ গুলো কেটে ফেলা হয়। তিনি বিষয়টি স্হানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে উল্লেখ করেন।