চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় মো; আসিফ (২২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম - কাপ্তাই মহাসড়কে হাটহাজারীর নজুমিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ রাউজান উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাপ্তাই মহাসড়কের নজুমিয়াহাট হামিদ শরিফ এলাকায় একটি কার্ভাডভ্যান রাস্তার পাশে দাড়াঁনো ছিল। রাউজানমুখী একটি প্রাইভেটকার দাড়াঁনো থাকা কার্ভাডভ্যানকে সজোরে ধাক্কা দিলে কারের চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিক নামের চালককে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার জানান, হাটহাজারী থেকে আহত অবস্থায় ৬ জনকে আনা হয়েছে। তার মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।