কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ জুয়াড়ীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর ফ্লাড সেন্টারে বসানো জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার চার প্যাকেট তাস, নগদ ৮৭ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের ময়দান আলী (৬৮), ইয়াদ আলী (৪৮), বলদিয়া ইউনিয়নের সতীপুরি গ্রামের ওমর আলী (৫৬), আবদুল আজিজ (৩৯), পূর্বকেদার গ্রামের জাহাঙ্গীর আলম (৩২), ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মমিনুল ইসলাম (৬০), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি গ্রামের খয়বর আলী (৩৫), মাহাবুবুর রহমান (২৭), সাইফুল ইসলাম (২৮), রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গ্রামের মিজানুর রহমান (৩৬), কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের মোজাম্মেল হক (৪৯),আসাদুল হক (৩৬), বাহের কেদার গ্রামের রবিউল ইসলাম (৪৫), টেপারকুটি গ্রামের নুর রহমান (৪৫), লুৎফর রহমান (৪৬) ও নয়ানা গ্রামের ফয়জার রহমান (৪০)।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জাহেদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।