ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ খ্রি. উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু।
“মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ গোলাম মোর্তজা আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিরিন সুলতানা কাকন, সাংবাদিক আবদুস সবুর কাজল ও আসলাম বেপারী প্রমূখ।
সভাশেষে চরভদ্রাসন পাইলট হাই স্কুল প্রাঙ্গনে দুর্যোগ রক্ষা প্রদর্শনি উপস্থাপন করেন উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দল। তারা অগ্নিকা- থেকে মানুষের জানমাল নিরাপত্তা ও রক্ষার কলাকৌশল সহ গতিশীল ভুমিকা প্রদর্শন করেন।